Khoborerchokh logo

কুষ্টিয়ার বটতৈল এলাকায় পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু । 109 0

Khoborerchokh logo

কুষ্টিয়ার বটতৈল এলাকায় পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু ।

কুষ্টিয়ার বটতৈল এলাকায় পানিতে ডুবে এক মৃগী  রোগীর মৃত্যু  ।
 কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
আজ কুষ্টিয়া  সদর উপজেলার বটতৈল ক্যনালপাড়ায় শাহেদ আলী (১৮) নামের এক যুবক পানি ডুকে মারা গেছে। জানা যায়, কুষ্টিয়া বটতৈল জিকে ক্যানেল এলাকার আব্দুল্লাহ’র ছেলে শাহেদ আলী (১৮) আনুমানিক সন্ধ্যা  ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে জিকে ক্যানেলের পানিতে গোসল করতে যায়। কিছুক্ষণ পর শাহেদ আলীর লাশ ভেসে উঠলে স্থানীয় জনগণ উদ্ধার করে।
 স্হানীয় একটি সুত্রে জানা যায় মৃত শাহেদ আলীর মৃগীর রোগ ছিল।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com